আমি তৃণমূল করি বলে চোর ? ওরা বিজেপি করে তাই সাধু ? : অভিষেক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আমি তৃণমূল করি বলে চোর ? ওরা বিজেপি করে তাই সাধু ? : অভিষেক

Share This

অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 21/03/2022 (6 চৈত্র) :  তলব অনুযায়ী নতুন দিল্লীতে গিয়ে ইডির মুখোমুখি হলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে গোটা বিষয়টিকে বিজেপির নোংরা রাজনীতি বলে আখ্যা দিলেন তিনি। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি যদি মনে করে থাকে আমি ভয় পেয়ে যাব, তাহলে ওদের মনে রাখা উচিত, সবাই এক রকম ধাতুর মানুষ নয়। আমার মেরুদণ্ড এখনও দৃঢ় রয়েছে। এভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না।" 


অভিষক বলেন, "আমি তৃণমূল করি বলে আমি চোর? আর ওরাবিজেপি করে বলে ওরা সাধু ? ওদের বিরুদ্ধে তো কত কত অভিযোগই শুধু না, প্রমানও রয়েছে। কই ওদের তো ইডি বা সিবি আই ডেকে পাঠায় না ?" 

অভিষেক আরও বলেন, "ওরা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে নেমেছে আর ভাবছে আমাকে জোর জবরদস্তি করবে ! সেটা হতে দেব না।"

ভিডিও : ভাস্কর চক্রবর্তী 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages