রুপা গাঙ্গুলী নাটক করেছেন : দোলা সেন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রুপা গাঙ্গুলী নাটক করেছেন : দোলা সেন

Share This

রুপা গাঙ্গুলী নাটক করেছেন : দোলা সেন


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 26/03/2022 (11 চৈত্র) : রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলির সর্ব সমক্ষে কেঁদে ফেলাটাকে চুড়ান্ত নাটক বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ দোলা সেন।

গতকাল রাজ্য সভায় নিজের বক্তব্য পেশ করছিলেন বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলী। রামপুরহাট কান্ড নিয়ে এদিনও বিজেপি তৃণমূল কংগ্রেসের ওপর তোপ দাগছিলেন। গতকাল ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বক্তব্য রাখার সময় রুপা গাঙ্গুলী বলেন, "বাঙালি হিসেবে জন্ম গ্রহণ করে আমরা কি অন্যায় করেছি ? বীরভূমে আটজনকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল। তার মধ্যে রয়েছে ডুই শিশুও।" এই কথা বলতে গিয়ে আবেগ চেপে রাখতে পারেন নি রুপা গাঙ্গুলী। তিনি সংসদ কক্ষেই কেঁদে ফেলেন। 

বিজেপি সাংসদের কেঁদে ফেলাটাকে কটাক্ষ করেছেন আর এক সাংসদ, তিনি তৃণমূল নেত্রী দোলা সেন। দলা সেন বলেন, "সবাই জানেন উনি মহাভারতের দৌপ্রদী, উনি একজন বড় অভিনেত্রী। তাই হঠাৎ করে কেঁদে ফেলাটা ওঁর কাছে কোনো বড় ব্যাপার নয়। উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করে সংসদে 'নাটক' করতে চাইছেন।"

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাটে বগটুই গ্রামে যে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে সেই ঘটনায় মোট 11 জনের মৃত্যূ হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই হত্যাকাণ্ডের তদন্ত গতকাল থেকেই শুরু করে দিয়েছে সিবিআই।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages