সাপের ছোবল খেয়ে সেই সাপকে নিয়ে সোজা হাসপাতালে যূবক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সাপের ছোবল খেয়ে সেই সাপকে নিয়ে সোজা হাসপাতালে যূবক

Share This

সাপের ছোবল খেয়ে সেই সাপকে নিয়ে সোজা হাসপাতালে যূবক


আজ খবর (বাংলা), ক্যানিং, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 29/03/2022 : সাপের ছোবল খেয়ে জীবন্ত সাপ ধরে ক্যানিং হাসপাতালে মালদা’র যুবক।

দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়ায় টাওয়ার বসানোর কাজ করছিলেন।সোমবার রাতে একটি সাপ কামড় দেয়। তৎক্ষনাৎ সাপটিকে ধরে সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে হাজীর হয় ওই যুবক। এরপর নিজে বাঁচার জন্য এবং সাপ কে বাঁচানোর জন্য হাজীর হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।

বর্তমানে ওই যুবক  সুস্থ রয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মালদা জেলার উত্তর মহারাজপুর এলাকার বাসিন্দা কুরবান। যুবকের হাতে সাপ দেখে রীতিমতো থ' হয়ে যায় হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে রোগী সহ তাদের পরিবার পরিজন। হূলস্থুল বেধে যায় হাসপাতাল চত্বরে। এরপর খবর দেওয়া হয় যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা ক্যানিংকে। সংস্থার পক্ষে দেবাশীষ দত্তের হাতে সাপটি তুলে দেয় ওই যুবক।

দেবাশীষ দত্ত জানিয়েছে সাপটি বিষহীন। যার নাম ঘরচিতি বা চিতিবোড়া। ফলে ভয়ের কিছু নেই। অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন ‘সাপ সম্পর্কিত প্রচারের জন্য বর্তমান সমাজ সচেতন হচ্ছে। যার ফলে সাপে কামড় দিলে সাপ কে না মেরে ধরে নিয়ে সোজা হাসপাতালে আসছেন। এটা আগামীদিনের জন্য খুবই ভালো উদ্যোগ।

রিপোর্ট : কুতুব উদ্দিন মোল্লা: ক্যানিং

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages