শত্রুঘ্ন সিনহা |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 13/03/2022 : লোকসভা উপনির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে প্রার্থী হতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কথা জানানো হয়েছে।
কেন্দ্রের লোকসভা উপনির্বাচনে আসানসোলে নির্বাচন হতে চলেছে। এই আসানসোল কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের প্রার্থী হতে চলেছেন প্রাক্তন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এই খবর আজ মমতা বন্দ্যোপাধ্যাযের তরফ থেকে জানানো হয়েছে।
বাবুল সুপ্রীয় |
আসানসোল কেন্দ্রটি বিজেপিতে থাকাকালীন দেখতেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রীয়। তিনিই আসানসোল কেন্দ্রের সাংসদ ছিলেন বিজেপিতে থাকাকালীন। কিন্তু পরে তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আসানসোল উপনির্বাচনে তাঁর দল তাঁকে প্রার্থী করছে না। তবে বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস সুত্রে জানা গিয়েছে।