আজ খবর (বাংলা), পানাজি, গোয়া, ভারত, ১০/০৩/২০২২ : গোয়ায় এগিয়ে থাকলেও নিশ্চিত জয়ের ব্যাপারে বিজেপি এখনো কিছুটা সন্দিহান। মোট আসনের মাঝামাঝি জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় জনতা দল।
গোয়ায় মোট আসন সংখ্যা ৪০ টি. বিজেপি এখনো পর্যন্ত (বেলা ১২টা ৩০ মিনিট) ১৯টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১২টি আসনে। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ২ টি আসনে, গোমন্তক ও তৃণমূল জোট এগিয়ে রয়েছে ৩টি আসনে এবং অন্যেরা এগিয়ে আছে ৪টি আসনে। গোয়ার সাঙ্কুয়েলিম কেন্দ্রে এগিয়ে রয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
একদা বিজেপির সাথে থাকা বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাথে জোট বেঁধে গোমন্তক পার্টি এগিয়ে রয়েছে ৩টি আসনে। গোয়ায় কংগ্রেস এখনো পর্যন্ত ১২টি আসনে এগিয়ে রয়েছে। তারা গোয়ায় সরকার গড়তে আশাবাদী। ইতিমধ্যেই কংগ্রেসের বিধায়কদের নির্দিষ্ট একটি রিসর্টে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। গণনা যতটা এগোবে ততটাই পরিস্কার হবে আরব সাগরের তীরের গোয়া কাদের ঝুলিতে যাচ্ছে।