আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 09/03/2022 : ভারত সরকারের জল সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী প্রহ্লাদ রাই প্যাটেল একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তারপর সেখান থেকে ভারতীয় জনতা পার্টির রাজ্য দপ্তরে এলেন।
তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, ফাল্গুনী মহাপাত্র ও উত্তর কলকাতা সভাপতি কল্যান চৌবে ও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তাকে দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয় রাজ্য দপ্তরের দরজা থেকে পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জল জীবন মিশন মোদি সরকারের একটি স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে তারা বদ্ধপরিকর ২০২৪ লোকসভার আগে এটা তারা করবেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ভারতবর্ষের কয়টি রাজ্য এই মিশন থেকে অনেক পিছিয়ে যেমন পশ্চিমবঙ্গ তারা অনেক পিছিয়ে আছে তাদের প্রথম পর্যায়ের কেন্দ্রীয় সরকারের যে প্রাপ্ত অর্থ বরাদ্দ করা হয়েছিল এই জল জীবন মিশন প্রকল্পের কিন্তু তারা সেই টাকা খরচা করতে পারেন সেটাও বললে সেই সঙ্গে প্রকল্পের নাম বদলে রাজ্য সরকারের নাম দেওয়া হয়েছে এই অভিযোগ তুললেন।
কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম বদলানো যাবে না তাহলে নতুন করে কোনো অর্থ বরাদ্দ করা যাবে না সেই হুঁশিয়ারিও তিনি দিয়ে গেলেন। পাশাপাশি তিনি এও দাবি করেন ২০৩০ সালের মধ্যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প গুলো সব গুলোই বাস্তবায়িত হবে।