বাগজোলায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত ৪ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাগজোলায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত ৪

Share This

বাগজোলায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত ৪


আজ খবর (বাংলা), মগরা, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 25/03/2022 (10 চৈত্র) :  মছলন্দপুর - বসিরহাট রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত ৪ জন ব্যক্তিকে প্রথমে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ও পরবর্তীকালে বসিরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

ঘড়ির কাটায় তখন বিকেল সাড়ে চারটে, মছলন্দপুর থেকে বসিরহাটের দিকে একটি কাঠ বোঝাই ৪০৭ গাড়ি যাচ্ছিল। সেই সময়, মগরা ও বাগজলার মাঝখানে   বাগজোলা পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারের একটি গাছের সজোরে ধাক্কা মারে। ওই সময়ে গাছটির কাছাকাছি ইঞ্জিন ভ্যান থাকায় ভ্যানের যাত্রী ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।  

গুরুতর আহত চার জন ব্যক্তিকে প্রথমে  রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনকে বসিরহাট মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ। ঘটনার পরেই রাস্তায় গার্ডওয়াল বসিয়ে দেওয়া হয়েছে।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages