![]() |
সংসদে শান্তনু সেন |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 21/03/2022 (6 চৈত্র) : ইউক্রেন থেকে উদ্ধার করে নিয়ে আসা মেডিকেল ছাত্রদের শিক্ষা সহায়তা দেওয়ার জন্যে এবার সংসদে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস।
আজ রাজ্য সভায় তৃণমূল সাংসদ শান্তনু সেন 267 ধারার অধীনে একটি স্থগিতাদেশ নিয়ে আসেন। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দাবী করেন যাতে ইউক্রেন থেকে উদ্ধার করে নিয়ে আসা মেডিকেল ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের দেশেই অর্থাৎ ভারতে ডাক্তারি পড়ার সুযোগটুকু পান।
এর আগে মমতা বন্দ্যপাধ্যায়ও বলেছিলেন, যুদ্ধ বিদ্ধ্বস্ত হওয়ার ফলে যে সব ভারতীয় পড়ুয়াদের ডাক্তারি পড়া ব্যাহত হল, আমাদের দেশের উচিত তাদের সেই পড়াশুনা সমাপ্ত করতে সহায়তা করা।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেন থেকে ডাক্তারি পড়ে আসা পড়ুয়াদের দেশে ফিরে এসে ডাক্তার হওয়ার স্বীকৃতি দেয় না ভারত।
তৃণমূল সাংসদ শান্তনু সেন এর আগে কেন্দ্র সরকারকে অনুরোধ জানিয়েছিলেন যাতে ইউক্রেন থেকে উদ্ধার হওয়া মেডিকেল পড়ুয়াদের এ দেশের মেডিকেল কলেজে জায়গা দেওয়া হয়। তবে আজ শুধু জায়গা দেওয়ার আর্জি নয়, ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়াদের শিক্ষা সহায়তা দেওয়ার আবেদন জানাল তৃণমূল কংগ্রেস।
অপারেশন গঙ্গার মাধ্যমে ভারত সরকার ইতিমধ্যেই যুদ্ধ বিদ্ধ্বস্ত ইউক্রেন থেকে মোট 22500 পড়ুয়াকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে।