রামপুরহাটে যাচ্ছে সব বিরোধী দল, পরিস্থিতি এখনও তপ্ত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রামপুরহাটে যাচ্ছে সব বিরোধী দল, পরিস্থিতি এখনও তপ্ত

Share This

রামপুরহাটে যাচ্ছে সব বিরোধী দল, পরিস্থিতি এখনও তপ্ত


আজ খবর (বাংলা), রামপুরহাট, বীরভূম, পশ্চিমবঙ্গ, 23/03/2022 (8 চৈত্র) :  রামপুরহাট গণহত্যা কাণ্ডে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠছে রাজ্যের বিরোধী দলগুলি। সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হল।

গতকাল রাতেই রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাম নেতারা। আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছান বাম নেতা মহম্মদ সেলিম। ঘটনাস্থলে যেতে গেলে পুলিশ তাঁদের পথ আটকায় বলে অভিযোগ তোলেন বাম নেতারা। যদিও কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যান বিমান বসু। এদিন মহম্মদ সেলিম রামপুরহাট কাণ্ডের তীব্র নিন্দা করেন এবং পুলিশের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে বলেন, "গতকাল পুলিশ সক্রিয় থাকলে এতবড় ঘটনা ঘটত না। তাই দোষী পুলিশেরও শাস্তি হওয়া উচিত। খুনের অপরাধীদের অবিলম্বে ধরা হোক।"

রামপুরহাট গণহত্যার ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মৃতের সংখ্যা 12 হতেও পারে বলে মনে করা হচ্ছে। গতকাল রাতে অগ্নিদগ্ধ মহিলা ও শিশুদের দেহের সৎকার করা হয়েছে। তবু আরও মৃতদেহের তত্ত্ব উঠে আসছে। সেক্ষেত্রে কোনো মৃতদেহ লোপাট করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ সকালে বগটুই গ্রামে গিয়েছে ফরেন্সিক দল, তারা নমুনা সংগ্রহের কাজ করছে। তবে বগটুই গ্রামের বেশিরভাগ মানুষ আতঙ্কে আত্মগোপন করে আছেন বলে জানা যাচ্ছে।

আজ বামেরা বগটুই গ্রামে পরিদর্শনে গিয়েছিল। এই মুহুর্তে বিজেপি বিধায়করাও ঘটনাস্থলের উদ্দেশ্যে দুটি বাসে করে রওনা হয়েছেন। তাঁরা প্রথমে সিউড়ি যাবেন। সেখান থেকে রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন। আসানসোল থেকে এই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিছুক্ষণ পরেই এই বিধায়করা রামপুরহাটের দিকে রওনা হবেন। 

কংগ্রেসের কোনো প্রতিনিধি দল অবশ্য আজ রামপুরহাট যাচ্ছে না। আজ দিল্লী থেকে কলকাতায় আসবেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আগামীকাল তাঁর নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধি দল রামপুরহাটে যাবে। 

আজ কলকাতা হাইকোর্টে রামপুরহাট গণহত্যার সিবিআই তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও রামপুরহাটের এই নারকীয় গণহত্যার খবর দেশবাসীকে জানানোর জন্যে আজ সংসদ অচল করে দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। রামপুরহাট কাণ্ডের জেরে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে চিঠি এবং পাল্টা চিঠি চালাচালিতেও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের প্রশাসনিক পরিবেশ।

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদন 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages