আজ খবর (বাংলা), বিধান নগর, কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/03/2022 : সুরে মূর্ছনায় গাঁথা 'শ্রদ্ধাঞ্জলী'র এক অন্যরকম সন্ধ্যার সাক্ষী থাকল কলকাতা। যার সুরেলা সঙ্গীত কণ্ঠে আসমুদ্র হিমাচল অনুরণিত,সেই ভারতরত্ন প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আজ এক 'শ্রদ্ধাঞ্জলী' আনুষ্ঠানের আয়োজন করা হয় ।
পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত সুর সম্রাজ্ঞীর'ই গাওয়া একের পর এক কালজয়ী বাংলা, হিন্দি গান পরিবেশনা মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান প্রায় ৩৯ জন সঙ্গীত শিল্পী। নাইটেঙ্গলকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন সাধনা সারগম, ঊষা উথ্থুপ, ইন্দ্রাণী সেন, মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্যের মতো কলকাতা এবং মুম্বাইয়ের একাধিক সঙ্গীত শিল্পী।
পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র'র অধিকর্তা শ্রীমতী গৌরী বসু জানিয়েছেন এই কেন্দ্রের অন্তর্গত ৯ টি রাজ্য থেকেই একাধিক সঙ্গীত শিল্পী 'শ্রদ্ধাঞ্জলী' আনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আগামী দিনে এই ধরণের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।