মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই : শুভেন্দু অধিকারী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই : শুভেন্দু অধিকারী

Share This

মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই : শুভেন্দু অধিকারী


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/03/2022 (7 চৈত্র) : রামপুরহাটে যা কিছু ঘটেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত দাবী করে দোষীদের কঠোরতম শাস্তির দাবী জানালেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগও চাইলেন তিনি।

রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে আজ বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপির বিধায়করা। এরপর বিধানসভার বাইরে এসে একদফা প্রতিবাদে সোচ্চার হন। এরপর বিধানসভা থেকে তাঁরা রাজ্ভবনের গেটে চলে আসেন এবং সেখানেই প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। সেখানেই সাংবাদিকদের নিজের বক্তব্য জানান শুভেন্দু অধিকারী।

রাজ্যপাল এই মুহুর্তে রয়েছেন দার্জিলিংয়ে। রামপুরহাট কাণ্ডের জন্যে তিনি টুইট করেছেন। শুভেন্দু অধিকারীর সাথে তাঁর ভার্চুয়াল কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে।

রামপুরহাট কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে আজ শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্যের ছোট মুখ্যমন্ত্রী সকাল থেকে ওখানে বেস আছেন আর নানা রকম বিবৃতি দিচ্ছেন। কখনো বলছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কখনো বলছেন সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। আর একজন ঘটনাস্থলে গিয়ে বলছেন বায়োডাটা দাও। যে পরিবারের সবাই মরে গেল সেই পরিবারের কাকে চাকরি দেবে ? ক্ষতিপুরণ নয় আমরা চাই অপরাধীদের খূঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর এই ঘটনার দায় মাথায় নিয়ে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages