আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 16/03/2022 : এবার নেটফ্লিক্সের মত ওটিটি প্ল্যাটফর্মে মুল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুর খানকে।
এর আগেই ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করতে দেখা গিয়েছে তারকা অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে এবং সুস্মিতা সেনকে। তাঁরা দুজনেই ব্যাপকভাবে সফল হয়েছেন। শোনা যাচ্ছে শাহরুখ খানও ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকতে চলেছেন। তবে এবার সুজয় মুখার্জির পরিচালনায় একটি থ্রিলার বেস গল্পের মুল চরিত্রে দেখতে পাওয়া যাবে করিনা কাপুর খানকে।
আর কিছুদিন পরেই ছবিটি ফ্লোরে যাবে। করিনা নিজেই এই কাজটা শুরু করতে মুখিয়ে আছেন। ছবিটির প্রযোজনা করেছেন জয় সেওয়াক্রমনি, আকাশি পুরি, সুজয় ঘোষ এবং থমাস কিম। পরিচালনায় রয়েছেন সুজয়। এই প্রজেক্টে করিনাকে পেয়ে উচ্ছসিত গোটা ইউনিট।