আজ খবর (বাংলা), করণদিঘি, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, 28/03/2022 : কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করল করনদিঘি থানার পুলিস। এই ঘটনায় পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করেছে পুলিস।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ৩৪ নম্বর জাতীয় সড়কের দোমোহনায় সাপের বিষ সহ দুই জনকে গ্রেফতার করে। পুলিশ জানায় ধৃত বেলালা আলির বাড়ি বাহিন এলাকার বিপ্রডাঙ্গি গ্রামে। বয়স ৪৫ এবং তালিম সেখের বাড়ি সুভাষগঞ্জ এলাকার নুসরাত পুর। তালিম সেখ বয়স ২৭ বছর।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বুলেটপ্রুফ জারবন্দি সাপের যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি বলে মনে করছে পুলিস। ধৃতদের আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
Loading...