ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মহিলা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মহিলা

Share This

ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মহিলা


আজ খবর (বাংলা), করণদিঘি, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, 26/03/2022 (11 চৈত্র) : টুঙ্গিদিঘি বাস স্টান্ডে এক মহিলাকে  ব্রাউন সুগার সহ গ্রেফতার করল করনদিঘি থানার পুলিশ।    ধৃত মহিলার নাম মন্দা দাস (৩৬)।  বাড়ি করনদিঘি ব্লকের  ডুয়ারিনের অমর গ্রামে।  শুক্রবার  রাত আটটায় টুঙ্গিদিঘি বাস স্টান্ডে  দাড়িয়েছিল।  

গোপন সুত্র মারফত করনদিঘি থানার পুলিশ জানতে পারে অমর গ্রামের মন্দা দাস ব্রাউন সুগার  পাচারের উদ্দেশ্যে  টুঙ্গিদিঘি বাস স্টান্ডে  দাড়িয়ে রয়েছে।  পুলিশ মহিলাকে তল্লাসি  চালাতেই তার ভ্যানিটি ব্যাগ থেকে  ৭২০ গ্রাম ব্রাউন সুগার  সহ তিন হাজার টাকা ও একটা  ছোট মোবাইল উদ্ধার হয়। 

উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য  আনুমানিক ১ কোটি টাকার বেশি। ধৃতকে আজকে রায়গঞ্জ স্পেশাল  আদালতে তোলা হয়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages