আজ খবর (বাংলা), বিধান নগর, কলকাতা, পশ্চিমবঙ্গ, 09/03/2022 : কলকাতা পুলিশের আবাসনে কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ কর্মীর মেয়ের সঙ্গে প্রেমের জেরেই খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। ১১ তলার উপর থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের বলেই দাবি প্রত্যক্ষদর্শীর। মৃতের নাম পার্থ সারথি পাল, বয়স (২২)।
আজ সকাল ১০টা নাগাদ সল্টলেকের এ.এফ ব্লকে কলকাতা পুলিশের আবাসনে হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পায় বাসিন্দারা। বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে বাসিন্দারা দেখতে পায় এক অজ্ঞাত পরিচয়ের যুবক বিল্ডিংয়ের বাইরে নিচে পরে রয়েছে। তড়িঘড়ি যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি এই যুবকের নাম পার্থ সারথি পাল, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, সল্টলেকের সেন মহাশয় এলাকায় থাকে। আজকে সকালে বিল্ডিংয়ের উপরে উঠে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তবে যুবকের পরিবারের দাবি, আজকে পরিবারকে সঙ্গে নিয়ে জব ফেয়ারে যাওয়ার কথা ছিল এই যুবকের। বোনের একটি কাগজ জেরক্স করতে বেরিয়েছিল ওই যুবক। সেখান থেকে সে কেন পুলিশ আবাসনের উপরে গেল সেই বিষয়ে প্রশ্ন তুলছে পরিবার।
পুলিশ আবাসনের এক পুলিশের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই যুবকের। তাকে ১১ তলার উপর থেকে ধাক্কা মেরে ফেলে হত্যা করা হয়েছে বলেই মৃতের পরিবারের দাবি। তবে কি কারণে মৃত্যু তা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্যে আর জি কর হাসপাতালে পাঠানো হবে।
যুবকের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যুবকের সঙ্গে শেষ কার কথা হয়েছে, কি কারণে সে পুলিশ আবাসনে গিয়েছিল সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তার সোশ্যাল মিডিয়া একাউন্ট খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।