১ কোটি ১০ লাখ মূল্যের ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


১ কোটি ১০ লাখ মূল্যের ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই

Share This

১ কোটি ১০ লাখ মূল্যের ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই


আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 29/03/2022 : সোমবার বিকালে একটি সুনির্দিষ্ট খবরের উপর কাজ করে, এসওজি, এসপিসি এবং মাটিগাড়া থানার একটি যৌথ পুলিশ দল মাটিগাড়া রোড থেকে দু'জনকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে।

ধৃতরা হল  লেলিন কলোনি- মাটিগাড়ার  মহম্মদ বাসেদ এবং মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্ভুক্ত নবাব বাড়ি এলাকার আব্বু কাশেম।

এনডিপিএস আইনের অধীনে নির্ধারিত পদ্ধতি মেনে তল্লাশি চালিয়ে অভিযুক্ত মহম্মদ বাসেদ এবং আব্বুর কাশেমের কাছ থেকে দুটি প্লাস্টিকের পাউচে প্রতিটিতে ৩০০ গ্রাম করে মোট ৬০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। 

বাজেয়াপ্ত করা ব্রাউন সুগারের মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাটিগাড়া পিএসয়ে এনডিপিএস আইনের ধারায় একটি নির্দিষ্ট মামলা শুরু হয়েছে। অভিযুক্ত দুজনকেই মঙ্গলবার শিলিগুড়ি  আদালতে পেশ করা হয়েছে

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages