আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/03/2022 (8 চৈত্র) : রামপুরহাট কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবীতে বিজেপির প্রতিবাদ মিছিল। মুরলিধর সেন লেন থেকে কলেজস্ট্রীট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয়।
বিজেপির কাউন্সিলর সজল ঘোষ ও উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্ব বিজেপির এই মিছিল।
সজল ঘোষ বললেন, রামপুরহাট বাগটুই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া এই ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্ত্রী দিতে হবে। যতক্ষণ না সেটা হবে ততক্ষন আমাদের আন্দোলন চলবে।
সাথেসাথে আইনজীবী কল্যাণ চৌবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বিকেল তিনটে নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাষ্ট্রপতি শাসনের দাবিতে উত্তর কলকাতার সমস্ত কার্যকর্তাদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে মিছিল অনুষ্ঠিত হবে।
রিপোর্ট : জয় গুহ