আজ খবর (বাংলা), ব্যাঙ্গালোর, কর্নাটক, 11/03/2022 : এই প্রথম কর্নাটকের ব্যাঙ্গালোরে বাংলা ফিল্মোৎসব উদযাপিত হতে চলেছে। এই ফিল্ম উৎসবের নাম দেওয়া হয়েছে 'কোলাজ'।
ব্যাঙ্গালোরের বেঙ্গলি এসোসিয়েশন আগামী মাসে কোরামাঙ্গালার সেন্ট জন'স অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী উদযাপন করতে চলেছে কোলাজ ফিল্ম ফেস্টিভ্যাল। এপ্রিল মাসের 8 তারিখে শুরু হয়ে 10 তারিখে শেষ হবে এই উৎসব। তিন দিন ধরে চলবে কোলাজ।
এর আগে ব্যাঙ্গালোর শহরে কখনো বাংলা সিনেমা নিয়ে এভাবে ফিল্ম উৎসব করা হয় নি, এই প্রথম।
বেঙ্গলি এসোসিয়েশন জানিয়েছে। এই উৎসবে মোট 9টি বাংলা ফিচার ফিল্ম দেখানো হবে। তার মধ্যে থাকবে শহরের উপকথা, বহমান (অপর্না সেন) ইত্যাদি। এছাড়াও থাকবে 7টি শর্ট ফিল্ম, এর মধ্যে থাকবে বোধন, ওকাইগড়ি ইত্যাদি। একটি ডকুমেন্টারি ফিল্মও দেখানো হবে যার নাম '1971'।
ফিল্ম উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্গালোর শহরে এখন প্রায় 14 লক্ষ বাঙ্গালীর বাস। এই শহরটা বাঙ্গালীর সেকেন্ড হোম হয়ে গিয়েছে। বাঙালি সিনেমা ভালবাসে। এই ধরনের বাঙলা ফিল্ম উৎসব বাঙলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও অনুপ্রাণিত করবে।
কোলাজ ফিল্ম উৎসবে উপস্থিত থাকছেন অভিনেত্রী মুনমুন সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্র, রুদ্রনীল ঘোষ, জয় সেনগুপ্ত, সৌরভ দাস, ঋতব্রত মুখার্জি প্রমুখ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক অগ্নিমিত্রা পল।