উত্তরখন্ড ও মনিপুরেও এগিয়ে বিজেপি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উত্তরখন্ড ও মনিপুরেও এগিয়ে বিজেপি

Share This

 

উত্তরখন্ড ও মনিপুরেও এগিয়ে বিজেপি

আজ খবর (বাংলা), হরিদ্বার ও ইমফল, উত্তরাখন্ড ও মনিপুর, ১০/০৩/২০২২ : আজ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে চলেছে। উত্তরপ্রদেশ, গোয়া এবং পাঞ্জাবের পাশাপাশি উত্তরাখন্ড এবং উত্তর পূর্বের রাজ্য মনিপুরেও ভাল ফল করেছে গেরুয়া শিবির। দুই রাজ্যেই এগিয়ে রয়েছে বিজেপি।

উত্তরাখন্ড রাজ্যে আগের চেয়ে অনেকটা ভাল ফল করেছে বিজেপি শিবির। এই মুহূর্তে ভোট গণনার ফলাফল অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে ৪১টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে ২৫টি আসনে, অন্যান্যরা এগিয়ে আছে ৪টি আসেন এবং আম  আদমি পার্টি কোনো আসনেই এগিয়ে নেই. উত্তরাখন্ড রাজ্যে মোট আসন সংখ্যা ৭০টি. ম্যাজিক  ফিগার ৩৬, যা ইতিমধ্যেই ছুঁতে চলেছে বিজেপি, কারন তারা ইতিমধ্যেই ৪১টি আসনে অনেকটা ব্যবধানে এগিয়ে রয়েছে। 

মনিপুরে মোট আসন  সংখ্যা হল ৬০টি. এখানে ম্যাজিক ফিগার হল ৩১, এর মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ২৮টিতে, কংগ্রেস এগিয়ে রয়েছে ৯টি আসনে, এনপিএফ ৫টি আসনে এনপিইপি ১০টি আসনে এগিয়ে রয়েছে এবং ৮টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। এখানে ম্যাজিক ফিগার এখনো কেউই ছুঁতে পারে নি. যদিও বিজেপি বেশ কিছুটা এগিয়ে রয়েছে। গণনা যতটা এগোবে, ততটাই চিত্রটা আরও পরিষ্কার হবে. তবে আর ৩টি আসনে এগিয়ে গেলেই বিজেপি ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে। 

গোটা দেশেই কংগ্রেসের ফলাফল অনেকটা হতাশাজনক বলে মনে করছেন রাজনৈতিক মহল. পাঞ্জাব ছিল কংগ্রেসের হাতে।  এবার সেই রাজ্যকেও হারিয়ে ফেলতে চলেছে তারা। উত্তরপ্রদেশে যেখানে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা  নিজে অসংখ্য রোড  শো করেছেন, জনসভা করেছেন, সেই উত্তরপ্রদেশে আদৌ দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস শিবির। পাঁচ রাজ্যেই কার্যত হাতের মুঠো আলগা হয়ে গিয়েছে। আজ তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "কংগ্রেসের উচিত দলটা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের সাহে মিশে যাওয়া।"

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদন 

আরও পড়ুন : 

পাঞ্জাবে ঝারুঝড়ে দিশেহারা বিরোধীরা 

গোয়ায় হাত না পদ্ম ? চলছে টক্কর

উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়

উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, এগিয়ে অখিলেশও






Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages