আজ খবর (বাংলা), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ, 11/03/2022 : এবার আর হাইকোর্ট সুরক্ষা কবচ দিল না বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে।
সিবিআই যাতে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করতে না পারে, সেই মত কলকাতা হাইকোর্টে একটি আবেদন জানিয়েছিলেন অনুব্রত মন্ডল। আজ তাঁর সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। অনুব্রতবাবুকে আর সুরক্ষা কবচ দিল না রাজ্যের শীর্ষ আদালত।
আগামী 14 তারিখ গরু পাচার কাণ্ডের তদন্তের জন্যে অনুব্রত মন্ডলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। এই নিয়ে চারবার সিবিআই ডেকে পাঠালো তৃণমূলের এই নেতাকে। আগামী 14 তারিখে সকাল 11টার সময় সিবিআই অফিসে হাজিরা দিতে হবে অনুব্রত মন্ডলকে। এর আগে অবশ্য জানুয়ারি মাসেও অনুব্রত মন্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই, তবে সেটা ছিল রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায়।