ধর্মমত নির্বিশেষে পালিত হল কালু সাহেবের 93 তম তিরোধান দিবস - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ধর্মমত নির্বিশেষে পালিত হল কালু সাহেবের 93 তম তিরোধান দিবস

Share This

ধর্মমত নির্বিশেষে পালিত হল কালু সাহেবের 93 তম তিরোধান দিবস


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 21/03/2022 (6 চৈত্র) : সর্ব ধর্মের মানুষের অংশগ্রহনের মধ্যে দিয়ে পালিত হলো জলপাইগুড়ির হজরত কালু সাহেবের ৯৩ তম তিরোধান দিবস। 

জলপাইগুড়ি শহরের চার নম্বর রেল গুমটি লাগোয়া কালু সাহেবের মাজার চেনেন না ধর্ম মত নির্বিশেষে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সোমবার ছিলো সেই কালু সাহেদের ৯৩ তম মৃত্যু দিন।


এই উপলক্ষে সকাল থেকেই ধর্মপ্রান মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের ভিড় ,সারাদিন ধরে চলছে মাজারে মোমবাতি ,ধুপকাঠি জ্বালিয়ে শ্রদ্ধা জানানোর পালা। স্থানীয়দের বিশ্বাস কালু সাহেবের মাজারে এসে প্রার্থনা করে কিছু চাইলে তা পূরণ হয়।

এই বিশেষ দিনটি প্রসঙ্গে মাজার কমিটির এক কর্মকর্তা পল হাসান প্রধান জানান, "শুধু আজকের এই বিশেষ দিনেই নয় প্রতি সপ্তাহের শুক্রবার বহু মানুষ এই মাজারে এসে দোয়া করেন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages