এই প্রথম জোজিলা পাস বন্ধ হওয়ার 73 দিনের মাথায় খুলে গেল শ্রীনগর-লেহ মহাসড়ক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এই প্রথম জোজিলা পাস বন্ধ হওয়ার 73 দিনের মাথায় খুলে গেল শ্রীনগর-লেহ মহাসড়ক

Share This

এই প্রথম জোজিলা পাস বন্ধ হওয়ার 73 দিনের মাথায় খুলে গেল শ্রীনগর-লেহ মহাসড়ক


আজ খবর (বাংলা), লেহ, লাদাখ, 20/03/2022 : কেন্দ্রশাসিত লাদাখ এবং জম্মু – কাশ্মীরের মধ্যে যোগাযোগের অন্যতম পথ জোজিলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৬৫০ ফুট উচ্চতায় শ্রীনগর – কারগিল – লেহ্ সড়কের মধ্যে অবস্থিত এই গিরিপথটি সীমান্ত সড়ক সংগঠন (বিআরও) মাত্র ৭৩ দিনের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করলো। এটি একটি রেকর্ড। ৫ই জানুয়ারি পর্যন্ত এই গিরিপথ দিয়ে যান চলাচল করেছে। কিন্তু, তারপর প্রবল তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে প্রতি বছরের মতো এ বছরও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

১৫ই ফেব্রুয়ারি থেকে বিআরও বরফ সরিয়ে যান চলাচলের উপযুক্ত করে তোলার জন্য দুটি অভিযান শুরু করে। জম্মু – কাশ্মীরের প্রান্তে প্রোজেক্ট বেকন এবং লাদাখের দিকে প্রোজেক্ট বিজয়ক শুরু হয়। এর ফলে, ৪ঠা মার্চ পরীক্ষামূলকভাবে জোজিলা পাসে যান চলাচল শুরু হয়। পরবর্তীতে, রাস্তা মেরামত করা হয়। কারগিলের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী কয়েকটি যানবাহন চলাচল করে। ফলে, লাদাখ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় সুবিধা হয়। সাধারণভাবে, শীতকালে প্রবল তুষারপাতের কারণে জোজিলা পাস ১৬০-১৮০ দিন বন্ধ থাকে। এ বছর মাত্র ৭৩ দিন এই পাস বন্ধ ছিল।


জোজিলা পাস দিয়ে আবারও যান চলাচল শুরু করার অনুষ্ঠানে সামরিক ও অসামরিক কর্তৃপক্ষের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিতa ছিলেন। বিআরও-র মহানির্দেশক লেফট্যানেন্ট জেনারেল রাজীব চৌধুরী প্রোজেক্ট বেকন ও প্রোজেক্ট বিজয়ক – এর সঙ্গে যুক্ত সকলের কাজের প্রশংসা করেন। তিনি জানান, জোজিলা পাস তাড়াতাড়ি খুলে দেওয়ার ফলে দেশের প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি, লাদাখের জনগণের সুবিধা হবে। এর ফলে, আগামী দিনে লাদাখের অন্যান্য যেসব পরিকাঠামোগত প্রকল্পের কাজ চলছে, সেগুলির জন্য পণ্য পরিবহণে সুবিধা হবে। দেশ গড়ার কাজে বিআরও-র অঙ্গীকারের কথা তিনি আবারও উল্লেখ করেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages