আইপিএল : সিএসকেকে 6 উইকেটে হারাল কেকেআর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আইপিএল : সিএসকেকে 6 উইকেটে হারাল কেকেআর

Share This

আইপিএল : সিএসকেকে 6 উইকেটে হারাল কেকেআর


আজ খবর (বাংলা) মুম্বই, মহারাষ্ট্র, 26/03/2022 (11 চৈত্র) : আই পি এল এর নতুন মরশুমের প্রথম ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসকে 6 উইকেটে হারিযে দিল শ্রেয়ষ আয়ারের কলকাতা নাইড রাইডার্স। 

টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠায় কেকেআর। চেন্নাই ঢিমে তালে তাদের ইনিংস শুরু করলেও ধোনির 38 বলে 50 রানের অসাধারণ ঝোড়ো ইনিংস, রবীন উথাপ্পার 21 বলে 28 রান এবং জাডেজার 28 বলে 26 রানের ওপর ভর করে 5 উইকেট হারিয়ে পৌঁছে যায় 131 রানে ।

কলকাতা নাইট রাইডার্সের বোলারদের মধ্যে উল্লেখ যোগ্য ছিলেন উমেশ যাদব, তিনি 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। এছাড়া বরুণ চক্রবর্তী 21 রান দিয়ে 1 উইকেট পান রাসেল 38 রান দিয়ে 1 উইকেট পান। 

132 রানের টার্গেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট করতে নামেন অজিঙ্ক রাহানে এবং ভেঙ্কতেশ আয়ার। কেকেআর দলের হয়ে ভাল ব্যাট করেছেন অজিঙ্ক রাহানে। তিনি 34 বলে 44 রান তুলে নেন। এছাড়াও নীতিশ রানা 17 বলে 21 রান এবং বিলিংস 22 বলে 25 রান করেন। 

সিএসকে দলের হয়ে ব্র্যাভো 4 ওভার হাত ঘুরিয়ে 20 রান দিয়ে 3 উইকেট তুলে নেন। মিচেল স্যন্টনার 31 রান দিয়ে 1 উইকেট পান। শিবম দুবে 1 ওভারে 11 রান দেন, কোনো উইকেট পান নি তিনি। শেষমেষ 9 বল বাকি থাকতেই প্রযোজনীয় রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আজ থেকেই শুরু হল আইপিএল টুর্নামেন্ট। আর প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করল শাহরুখ খানের দল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages