আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 11/03/2022 : এবার ক্রমশ গরম বাড়বে বলে জানালো আলিপুর আবহাওয়া অফিস।
এই মুহুর্তে দিনে উত্তাপ এবং রাতে কিছুটা ঠান্ডার অনুভূতি লাগছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই অনুভূতি আরও প্রবল। উত্তরবঙ্গেও সেভাবে গরম পড়েনি। চলছে বসন্ত কালের প্রভাব। তবে মার্চ মাস যতই এগোবে আবহাওয়ার পরিবর্তন দেখতে পাওয়া যাবে।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন, "মার্চের দ্বিতীয় সপ্তাহে দিনের বেলায় বেশ গরম অনুভূত হচ্ছে শহর কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায়। আর আপাতত এই পরিস্থিতি বজায় থাকবে বলেই কার্যত জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ৫ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।"
রিপোর্ট : জয় গুহ