মথুরায় আজ থেকে শুরু হল 40 দিন ব্যাপী হোলি উৎসব - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মথুরায় আজ থেকে শুরু হল 40 দিন ব্যাপী হোলি উৎসব

Share This

মথুরায় আজ থেকে শুরু হল 40 দিন ব্যাপী হোলি উৎসব


আজ খবর (বাংলা), মথুরা, উত্তরপ্রদেশ, 07/03/2022 : উত্তরপ্রদেশের মথুরাতে মাসাধিককাল হোলি উৎসব শুরু হয়ে গেল আজ থেকেই।

গোকুল আজ সেজে উঠেছে অনন্য সাজে। এখানে হোলি উৎসব চলে টানা 40 দিন ধরে। সেই 40 দিন যাবদ নানারকম উৎসবে মেতে ওঠেন হিন্দু ভক্তেরা। এই সময়টা আবিরের নানা রঙে সেজে ওঠে মথুরা।


উত্তরপ্রদেশের একটা অংশে ভোট চলছে। আর এক অংশে শুরু হয়ে গেল হোলি উৎসব। ইতিমধ্যেই দিল্লী ও অন্যান্য জায়গা থেকে অগণিত মানুষ ভীড় করেছেন মথুরায় হোলি উৎসবে অংশ নিতে। মথুরাতে হোলি খেলা হয় নানা রঙের আবির বা ফাগ দিয়ে। এই আবির তৈরি হয় বিভিন্ন ফুলের নির্য্যাস দিয়ে। 'হোলি হ্যায়' বলে মেতে উঠবেন মথুরার মানুষ। দেদার বিলোবে লাড্ডু। শ্রীকৃষ্ণের সংকীর্তন চলবে অনবরত।

মথুরার রমণ রেতিতে গুরু সরনানন্দ আশ্রমে আজ থেকেই শুরু হল হোলি। 40 দিন ধরে চলবে হোলি উৎসব। 'লাঠ মার হোলি' থেকে শুরু করে 'ফুলোকি হোলি' পর্যন্ত টানা উৎসব চলবে।  রমণ রেতির প্রচলন অনুযায়ী একজন সাজবেন শ্রীকৃষ্ণ, তাঁকে 'ঠাকুরজি' বলা হয়। তাঁকে কেন্দ্র করেই 40 দিন ধরে উৎসব চলবে, মেতে উঠবে মথুরা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages