![]() |
উদ্ধার হওয়া ওয়ান শাটার |
আজ খবর (বাংলা), জগদ্দল, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 25/03/2022 (10 চৈত্র) : গোপন সূত্র মারফত খবর পেয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তার করল পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শ্যামনগর নেহেরু মার্কেট এলাকার প্রভাতী সংঘ খেলার মাঠ থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।
এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র একটি কার্টুজ। ধৃতদের মধ্যে বাপ্পা নস্কর, অভিজিৎ বিশ্বাস, সুকুমার দাস। এদের বিরুদ্ধে বেশ কিছু অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে জগদ্দল থানায়।ধৃতদের আজ পাঠানো হল ব্যারাকপুর আদালতে।
রিপোর্ট : আত্মজিৎ চক্রবর্তী
Loading...