চীনে 133 জন যাত্রী নিয়ে ভেঙ্গে পড়ল বিমান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চীনে 133 জন যাত্রী নিয়ে ভেঙ্গে পড়ল বিমান

Share This

চীনে 133 জন যাত্রী নিয়ে ভেঙ্গে পড়ল বিমান


আজ খবর (বাংলা), বেজিং, চীন, 21/03/2022 (6 চৈত্র) :  একটি যাত্রী বোঝাই বিমান ভেঙ্গে পড়ে বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে চীন থেকে।

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে 133 জন যাত্রী নিয়ে দক্ষিন চীনের গুয়াংঝি ঝুয়াং এলাকার উও ঝৌ শহরের কাছাকাছি জায়গায় উড়ছিল যাত্রীবাহী একটি বিমান। (বোয়িং 737 - 800)। হঠাৎ করেই সেই বিমানটি ক্র্যাশ করে নিচে পড়ে যায়। 


ঠিক কিভাবে বা কি কারনে বিমানটি ক্র্যাশ করেছে তা জানা না গেলেও এটা জানা গিয়েছে যে বিমানটি যে এলাকা দিয়ে উড়ছিল, সেই অঞ্চলের পাহাড়ি বনভুমিতে আগুন লেগেছিল, যার ফলে প্রচুর ধোঁয়া ও মেঘ আকাশে ছড়িয়েছিল। যদিও এটাই বিমান দুর্ঘটনার কারন কিনা জানা যায় নি। তবে অভিশপ্ত ঐ বিমানে চীনা ছাড়া অন্য কোনো দেশের নাগরিক ছিল না বলেই জানতে পারা গিয়েছে এখনও পর্যন্ত।

বিমানে মোট 133 জন যাত্রী ছিলেন। কারোরই বেঁচে থাকার আশা না থাকলেও উদ্ধারকার্য শুরু করা হয়েছে। বিমান দুর্ঘটনার কারন জানতে তদন্ত শুরু হয়েছে। দক্ষিন চীনের এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা ও প্রাণহানির খবর পেয়ে গভীর শোক জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদন 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages