আজ খবর (বাংলা), ভুজ, গুজরাট, ১১/০২/২০২২ : গুজরাটের আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়া পাকিস্তানী অনুপ্রবেশকারীদের আটক করলেন বিএসএফ জওয়ানরা।
গুজরাটের ভুজ এলাকায় ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের কাছে (লাইন অফ কন্ট্রোল) আজ বিএসএফ জওয়ানরা তিনজন পাকিস্তানের নাগরিককে আটক করলেন বিএসএফ জওয়ানরা। এই তিন পাক নাগরিক পেশায় মৎস্যজীবী বলে জানিয়েছে। এরা আরব সাগরের কাছে মাছ ধরে বলে প্রাথমিক জেরায় জানিয়েছে। এই তিন পাক নাগরিককে আরও জেরা করার কাজ চালানো হচ্ছে। তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আজ ভুজের কাছে মোট এগারোটি নৌকা আটক করেছেন বিএসএফ জওয়ানরা। সেই নৌকাগুলি থেকে তিনজনকে আটক করা হয়েছে। এরা প্রত্যেকেই পাকিস্তানের নাগরিক বলে স্বীকার করে নিয়েছে। এরা নৌকা নিয়ে ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের কাছে থকা হারামি নালা পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল অবৈধভাবে। এই ভাবে সীমান্ত পার করে অবৈধভাবে অনুপ্রবেশের প্রকৃত কারন জানতেই এদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।