মনোনয়ন পেশ করেই প্রচারে DYFI সভাপতি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মনোনয়ন পেশ করেই প্রচারে DYFI সভাপতি

Share This

মনোনয়ন পেশ করেই প্রচারে DYFI সভাপতি


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 11/02/2022 : নমিনেশন জমা দেওয়ার পরে পরেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রচারে নামলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা।

শহরের ১০ নম্বর ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী দের সাথে নিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি নির্বাচনে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে প্রচার করলেন রাজ্য যুব নেতৃত্ব। ১০ নম্বর ওয়ার্ডের এবারে সিপিআই(এম)এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিওয়াইএফআই শহর লোকাল কমিটির সদস্য এলাকার যুব আন্দোলনের নেতা প্রাক্তন ফুটবলার রেড ভলেন্টিয়ার এর কর্মী রবি রসাইলি। 

এটিএম এ টাকা ভরার একটি প্রাইভেট সংস্থার কাজে যুক্ত ছিলেন তিনি লকডাউন এ হারিয়েছেন কাজ, তবে হারাননি মনোবল। বাড়ি বাড়ি প্রচার গিয়ে শিক্ষিত বেকার যুবকদের কাজ না পাওয়ার কাজ হারানোর যন্ত্রণা কে তুলে ধরেছেন তিনি। তুলে ধরছেন গত ১২ বছরের তৃণমূলী অপশাসনের ইতিবৃত্ত। প্রচারে পাচ্ছেন ভালই সাড়া আগামী দিনে বাম গণতান্ত্রিক শক্তি জলপাইগুড়ি পৌরসভার পৌর বোর্ড গঠন করবে এলাকায় ঘুরে ঘুরে মানুষের কথায় সেই বার্তাই পাচ্ছেন বলে জানান তিনি। 


জলপাইগুড়ি শহরের ২৩ নম্বর ওয়ার্ডে এবারের প্রার্থী সঞ্চিতা পঞ্চানন ধর এলাকায় ঘুরে দেখা গেল মানুষের মধ্যে প্রচারে বেরিয়ে ভালই সাড়া পাচ্ছেন সিপিআই (এম) প্রার্থী সঙ্গে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য সরকার পার্টি নেতা অভিজিৎ পঞ্চানন শ্রমিক নেতা শুভাশিস সরকার সহ বহু পার্টিকর্মী দরদী এদিন প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার রাতে জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর এবং ২৩ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থীদের সমর্থনে পুরভোটের প্রচারে অংশ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গত লকডাউনে যেভাবে রেড ভলেন্টিয়ার সহ বামপন্থীরা মানুষের আপদে-বিপদে সবসময় পাশে ছিল ঠিকাদারি রাজু মুক্ত স্বচ্ছ পৌর প্রশাসন গড়তে আসন্ন জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনে বামপন্থী প্রার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান  ডিওয়াইএফআইর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। 

ধ্রুবজ্যোতি বলেন, " করোনা পরিস্থিতিতে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বাম ছাত্র যুবরা। মানুষের পাশে থাকার বার্তা দিয়ে বাম ও গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির প্রার্থীদের জয়ী করার আবেদন জানাচ্ছি।" এই দুই ওয়ার্ডে যুবনেতা ধ্রুবজ্যোতি সাহার সাথে ছিলেন জলপাইগুড়ি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভেন্দু সাহা, দীপ শুভ্র সান্যাল ছাত্রনেতা কৌশিক ঘোষ সহ অন্যান্য ছাত্র-যুব নেতৃবৃন্দ। 

২৩ নম্বর ওয়ার্ডে প্রচার শেষে প্রার্থী সঞ্চিতা পঞ্চানন ধর  কে সাথে নিয়ে কর্মী সমর্থকদের সাথে আগামী দিনে প্রচার আন্দোলনকে আরও জোরদার এবং বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি পৌর বোর্ড গঠন করলে মানুষের কি কি সুবিধা হবে প্রচারে বেরিয়ে তা তুলে ধরার আহ্বান জানিয়ে কিছুক্ষণ আলোচনা করেন রাজ্য যুব সভাপতি ধ্রুবজ্যোতি সাহা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages