আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 03/02/2022 : সকালবেলায় কলকাতা মেট্রো চলাচলে ব্যাঘাত ঘটল রেলের লাইনে ফাটল ধরা পড়ার কারনে।
মেট্রো রেল সুত্রে জানা গিয়েছে, মেট্রো রেলের লাইনে ফাটল ধরা পড়ায় উত্তর প্রান্তের দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চালাচাল আপাতত বন্ধ রাখা হয়েছে। তাই এই মুহুর্তে কলকাতার দক্ষিন দিক থেকে কেউ উত্তর প্রান্তে যেতে চাইলে মেট্রোয় না যাওয়াই উচিত হবে।
এই মুহুর্তে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে। সকাল 8টা 14 মিনিট থেকে এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
তবে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চালাচাল স্বাভাবিক রয়েছে। এমনকি দমদম থেকে দক্ষিনেশ্বর স্টেশন পর্যন্তও মেট্রো চালাচাল করছে বলে জানা গিয়েছে মেট্রো রেল সুত্রে। লাইনের ফাটল দ্রুত সারিয়ে ফেলা হচ্ছে। ফাটল সারানো হয়ে গেলেই পুরো রুটেই স্বাভাবিকভাবে মেট্রো চালানো হবে।
রিপোর্ট : দিব্যেন্দু সাহা