আজ খবর (বাংলা), কামারহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 19/02/2022 : কামারহাটিতে ভোটের দিন যত এগিয়ে আসছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অসহিষ্ণুতা। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই অশান্তি লেগে রয়েছে কামারহাটি জুড়ে।
এবার সিপিএম প্রার্থীর পোস্টার ঢেকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাতের অন্ধকারে কে বা কারা সিপিএম প্রার্থী অদ্রি রায়ের পোস্টার তৃণমূল প্রার্থীর ভোট প্রচার চেয়ে পোস্টার দিয়ে ঢেকে দিয়েছে তা জানা না গেলেও কাঠ গড়ায় স্পষ্টতই তৃণমূল। অভিযোগ সিপিএমের।
কামারহাটি পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডের আসন্ন পুরভোটের সিপিএম প্রার্থী অদ্রি রায়। ওয়ার্ডের অন্যান্য প্রার্থীদের মতো সিপিএম প্রার্থী অদ্রি রায়ও জোরকদমে করছেন ভোটের প্রচার। ভোটের প্রস্তুতি নিতে ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুড়ে টাঙানো রয়েছে প্রার্থীর সমর্থনে পোস্টার ফ্লেক্স। তবে কামারহাটি পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডের আসন্ন পুরভোটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে ভোট চেয়ে পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হল সেই ওয়ার্ডের সিপিএম প্রার্থী অদ্রি রায়ের পোস্টারকে।
ওয়ার্ডে নানা সমস্যা সমাধানের অঙ্গীকার করে তৃণমূলের পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হল সিপিএম প্রার্থীর পোস্টারকে। "আমরা দুজনেই প্রতিদ্বন্দ্বী হলেও প্রতিশ্রুতি দিক থেকে আমরা দুজনেই একমত। ওয়ার্ডের যে সমস্ত সমস্যার কথা তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ উল্লেখ করেছেন সেই সমস্ত সমস্যা আমি সিপিএম পার্টির পক্ষ থেকে জয়ী হলে সমাধান করব। তবে লড়াইয়ের মত করে লড়াই করতে হবে," বলেন সিপিএম প্রার্থী অদ্রি রায়। এদিন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোট প্রচার করেছেন তিনি।
কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের ভূমিকন্যা অদ্রি রায়। বছর চব্বিশের এই যুবতী সকাল থেকে জোর কদমে করছেন ভোট প্রচার। কোনরকম খামতি রাখছেন না তাঁর ভোট প্রচারে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে যাচ্ছেন বছর চব্বিশের সিপিএম প্রার্থী অদ্রি রায়।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার