আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 18/02/2022 : আর্থিক দুর্নীতি ও তছরুপের দায়ে কুখ্যাত মাফিয়া ডন দায়ুদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে নিজেদের হেফাজতে নিল ইডি।
আর্থিক প্রতারণা, দুর্নীতি ও তছরুপের মুল অভিযোগটি মূলত দায়ুদ ইব্রাহিমের বিরুদ্ধেই রয়েছে। তবে সেই মামলায় সরাসরি যুক্ত রয়েছে তার ভাই ইকবাল কাসকার। ইকবাল মহারাষ্ট্রের থানে জেলে বন্দী ছিল। এবার ইডি তাকে নিজেদের হেফাজতে নিল। আজ ইকবালকে বিশেষ পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইন) বিশেষ আদালতে তোলা হয়েছে।
আর্থিক দুর্নীতি ও প্রতারণার ঘটনার তদন্ত করতে ইডি কয়েকদিন ধরেই মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই দায়ুদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের মুম্বইয়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। এই তদন্তে মুম্বইয়ের কিছু ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তির ওপরেও নজর রেখেছে ইডি।
আজ খবর, আপডেট : আদালত দাযুদের ভাই ইকবাল কাসকারকে 7 দিনের ইডি হেফাজত দিয়েছে। যদিও ইকবালের আইনজীবী দাবী করেছেন, ইডি যে বিষয়ে তদন্ত করছে তার সাথে কোনো যোগ নেই ইকবালের। দায়ুদ যে দিন থেকে দেশ ছেড়ে গিয়েছে, তারপর থেকে ইকবালের সাথে তার আর কোনো যোগ নেই।