পুতিনের সাথে কথা হল মোদীর, আলোচনার আবেদন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পুতিনের সাথে কথা হল মোদীর, আলোচনার আবেদন

Share This

পুতিনের সাথে কথা হল মোদীর, আলোচনার আবেদন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল চিত্র)


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৪/০২/২০২২ : আজ সারাদিন রাশিয়া ইউক্রেনকে আক্রমন করেছে। আর সেই আবহেই কিছুক্ষণ আগেই টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

যুদ্ধ বেঁধে গিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। আজ ভোর ৬টা  থেকেই ইউক্রেনকে হামলা চালিয়ে রীতিমত বিদ্ধস্ত করে ফেলেছে রাশিয়া। দুই পক্ষের বেশ কিছু সেনা জওয়ানের যেমন মৃত্যু হয়েছে, তেমন বেশ কিছু সাধারণ মানুষের প্রাণহানির খবরও পাওয়া যাচ্ছে। অসমর্থিত সূত্রের খবর, আজকের হামলায় মোট ৩০০ জন প্রাণ হারিয়েছেন। তবে একদিনেই তো আর যুদ্ধ শেষ হয়ে যায় না; ইউক্রেনও এখন পাল্টা লড়াই করতে চাইছে। এখনও  পর্যন্ত ন্যাটো বাহিনীও আসরে নামে নি। তাই এই লড়াই হয়ত আরও কিছুদিন চলতে পারে।

ইউক্রেনের তরফ থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছিল যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলে যুদ্ধ থামানোর ব্যবস্থা করেন। কেননা রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু দেশ।  ভ্লাদিমির পুতিনের সাথে নরেন্দ্র মোদীর সখ্যতার কথা জানে গোটা বিশ্ব। তাছাড়া রাশিয়া ও ইউক্রেনের বিষয়টিতে ভারত নিরপেক্ষতা বজায় রেখে চলতে চাইছে, সেটাও জানে গোটা বিশ্ব।

সেই অনুযায়ী কিছুক্ষণ আগেই নরেন্দ্র মোদীর সাথে ভ্লাদিমির পুতিনের হটলাইনে কথাবার্তা শেষ হয়েছে। টেলিফোনে ইউক্রেনের পরিস্থিতি সংক্ষেপে মোদীকে বলেন পুতিন। মোদী তখন যুদ্ধকে এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহবান জানান রাশিয়ার প্রেসিডেন্টকে। শুধু তাই নয়, এই মুহূর্তে ইউক্রেনে বেশ কিছু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে এবং তাদের জন্যে মোদী যে উদ্বিগ্ন সে কথাও জানান। রাশিয়ার প্রেসিডেন্ট কথা দেন ব্যস্ততা যতই থাকে না কেন তিনি নরেন্দ্র মোদীর সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলবেন। 

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই ন্যাটো সদস্য দেশগুলির সাথে জরুরী বৈঠক সেরে নিয়েছেন। এই মুহূর্তে হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন তিনি। তবে আর কিছুক্ষণ পর (ভারতীয় সময় রাত্রি ১২টা  নাগাদ) তিনি সরকারিভাবে কিছু একটা ঘোষণা করতে চলেছেন। গোটা বিশ্ব তাঁর সেই ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে। তাঁর সেই ঘোষণার দিকে নজর থাকবে আমাদেরও।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages