বারানসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বারানসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু

Share This

বারানসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু


আজ খবর (বাংলা), নতুন দিল্লী ও কলকাতা, ভারত, 11/02/2022 :  তৈরি হচ্চ্ছে বারানসী থেকে কলকাতা পর্যন্ত নতুন গ্রীনফিল্ড এক্সপ্রেস ওয়ে। বারানসী থ্ওয়্কে কলকাতা পর্যন্ত 4 থেকে 6 লেনের এই রাস্তা তৈরি করা হবে।

কেন্দ্র সরকার জানিয়েছে, উত্তরপ্রদেশের বারানসী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত 4-6 লেনের 610 কিলোমিটার লম্বা একটি এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড হয়ে এই রাস্তা এসে প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। 

কেন্দ্র সরকারের ভারতমালা পরিযোজনা ফেজ 2 প্রকল্পের আওতায় 2 নম্বর জাতীয় সড়কের পাশ দিয়েই সমান্তরালভাবে তৈরি করা হবে। এই নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে গত জানুয়ারি মাসে। নতুন এক্সপ্রেসওয়ে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া পর্যন্ত আসবে বলে জানা গিয়েছে। 


গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে থেকেই একটি শাখা সড়ক ঝাড়খন্ড থেকে বিহারের দিকে চলে যাবে, যে কারনে গত মাসে বিহারেও জমি অধিগ্রহণ করা শুরু হয়েছে। 80 কিলোমিটার লম্বা এই শাখা সড়কটি যাবে তিলৌথু থেকে ইমামগঞ্জ পর্যন্ত। 

গ্রীনফিল্ড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি দৈর্ঘ্যে 610. 417 কিলোমিটার লম্বা। 4 থেকে 6 লেনের রাস্তা তৈরি করা হবে এই প্রকল্পে। খরচ ধার্য করা হয়েছে 25 হাজার কোটি টাকা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages