আজ খবর (বাংলা), মেদচল, তেলেঙ্গানা, 17/02/2022 : মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর জন্মদিনে 1000 একর বনভূমি দত্তক নিলেন জনপ্রিয় অভিনেতা নাগার্জুন।
হায়দ্রাবাদ শহরের কাছে চেঙ্গি চেরলা বনভূমির 1000 একর জমি দত্তক নিলেন অভিনেতা নাগার্জুন। সাংসদ জে সন্তোষ কুমারের গ্রীন ইন্ডিয়া চ্যালেঞ্জ প্রজেক্টের অঙ্গ হিসেবে বনভূমি দত্তক নেওয়ার কাজে এগিয়ে এসেছেন নাগার্জুন।
এই বনভুমিতে নাগার্জুন নিজের বাবা আক্কিনেনি নাগার্জুনের নামে একটি সুন্দর বাগিচা তৈরি করবেন বলে জানা গিয়েছে।
বনভূমির জমি দত্তক নেওয়ার জন্যে আজ একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগার্জুন নিজে, তাঁর স্ত্রী অমলা, দুই পুত্র নাগা চৈতন্য ও নিখিল। ঐ অনুষ্ঠানে নাগার্জুন 2 কোটি টাকার একটি চেক তুলে দেন।
কিছুদিন আগেই বিগবসের সেটে সাংসদ জে সন্তোষ কুমারের সাথে বনভূমি দত্তক নেওয়ার ব্যাপারে চুড়ান্ত কথা বলে নিয়েছিলেন সুপারস্টার নাগার্জুন। অভিনেতার মত আরও অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠী বা সংগঠন যাতে এই গ্রীন ইণ্ডিয়া চ্যালেঞ্জ প্রকল্পের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়, তার জন্যে আহ্বান জানিয়েছেন সাংসদ জে সন্তোষ কুমার ও অভিনেতা নাগার্জুন।