নিয়ম রীতি মেনেই দুই কন্যার উপনয়ন সম্পন্ন হল অশোকনগরে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নিয়ম রীতি মেনেই দুই কন্যার উপনয়ন সম্পন্ন হল অশোকনগরে

Share This

নিয়ম রীতি মেনেই দুই কন্যার উপনয়ন সম্পন্ন হল অশোকনগরে


আজ খবর (বাংলা), অশোকনগর, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 04/02/2022 : নিয়ম ও রীতি মেনেই আজ ব্রাম্ভন পরিবারের দুই কন্যার উপনয়ন সম্পন্ন করা হল। 

অশোকনগর থানার অন্তর্গত তরুণ পল্লীতে আজ তারকনাথ ব্যানার্জীর কিশোরী কন্যাদ্বয় তমালিকা ব্যানার্জি(১৫),নবম শ্রেণী ও অয়ন্তিকা ব্যানার্জীর(১৩), সপ্তম শ্রেণী, বৈদিক মতে শাস্ত্রীয় নিয়ম-নীতি মেনে এলাকার বিশিষ্ট পুরোহিত পণ্ডিত শ্রীহরিপদ চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগী পুরোহিত সমীরণ চক্রবর্তীর সহযোগিতায় উপনয়ন (পৈতা)কার্য অনুষ্ঠিত হয় ৷ পূর্বে বৈদিক যুগে নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতার নিরিখে পৌরোহিত্যে নিয়োজিত ছিলেন এবং আমাদের ধর্ম শাস্ত্র সেই সাক্ষ্য দেয় কোনো কোনো ক্ষেত্রে সাধনায় এবং বৈদিক ক্রিয়া-কলাপে দক্ষতায় বহু ক্ষেত্রে পুরুষদেরও হার মানিয়েছেন ৷ তাঁরা আচার্যের স্থান অধিকার করে ছিলেন ৷ 

সেইরকমই বিদুষী নারীদের মধ্যে কয়েকজন হলেন বিশ্ববারা, ঘোষা, অপালা, গার্গী, মৈত্রী, লোপামুদ্রা ও ভারতীদেবি সহ অন্যান্যরা ৷ পরবর্তী সময়ে মধ্যযুগের নিষ্ঠুরতায় কখনো-সখনো নারীদের অবনমিত করে রাখা হয়েছে ৷ যুগে যুগে বহু মনীষীরা সেই স্থান পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে গেছেন, নারী আন্দোলনের দিশা দেখিয়ে গেছেন, আন্দোলন করেছেন ৷ 

সেই সূত্র ধরেই তরুণপল্লীর বিশিষ্ট পুরোহিত তারকনাথ ব্যানার্জি তার সহযোগী হিসেবে কন্যাদ্বয়কে এই পৌরোহিত্য (পূজক)কর্মে বা পেশায় সম্পূর্ণভাবে নিয়োজিত করতে চাইছেন ৷ তার বক্তব্য, 'আজ নারীরা সমাজের বিভিন্ন স্তরে তাদের কর্ম দক্ষতা এবং নিপুণতার যে পরিচয় দিয়ে চলেছেন যেমন- প্লেন চালক, ট্রাকচালক, ট্রেন চালক, টোটো চালক, সেনাবাহিনীতে সুরক্ষা প্রদান থেকে আরম্ভ করে চিকিৎসক , শিক্ষাবিদ' সমাজের প্রত্যেকটি স্তরের এবং সর্বোপরি আজকের আমাদের দেশ চালানোর ক্ষেত্রে রাজনীতিতে নারীদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তাহলে সমাজের প্রত্যেকটি স্তরে তারা যখন তাদের কর্ম দক্ষতা এবং নিপুণতার পরিচয় তারা প্রদান করছেন তাহলে পৌরোহিত্যের ক্ষেত্রে তারা পিছিয়ে থাকবেন কেন? 


ঠিক এই জায়গাটা থেকেই নারীজাগরণ, যোগ্যতার নিরিখে বা এককথায় যোগ্যতমের উদবর্তন বলা যেতে পারে ৷ সমাজকে সেই বৈদিক যুগের কৃষ্টি-কালচার নারীদের স্বাধীকার  পুনরুদ্ধারের চেষ্টা করতেই এই নারী জাগরণ নারী আন্দোলন তথা নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তারকবাবু আজকের এই উপনয়নের আয়োজন করেছেন ৷

তমালিকা এবং অয়ন্তিকা এই কিশোরীদ্বয় নিজ অন্তঃকরণ থেকেই তারা ইচ্ছা প্রকাশ করেছেন যে, তারা তার পিতার সঙ্গে শাস্ত্রবিধি মেনে এই পৌরোহিত্য কার্যে তারা নিপুণতা অর্জন করবে ৷ এবং আগামীকাল সরস্বতী পূজা, এই সরস্বতী পুজোয় মধ্য দিয়ে তারা এই কর্মে ব্রতী হবে ৷  ইতিমধ্যে আমাদেরই হাবরা অঞ্চলের বিশিষ্ট নাগরিক নারায়ণ রাহা তার বাড়ির নিজ পুজোয় পুরোহিতকে প্রথম পৌরোহিত্য কাজে নিয়োগ করবার আয়োজন আহ্বান বা আমন্ত্রণ জানিয়েছেন ৷

এই অনুষ্ঠানের উদ্যোগপতি হিসেবে বা অনুপ্রেরণা হিসেবে অবশ্যই "অমৃতনাদ" পত্রিকার সম্পাদক অনন্ত চক্রবর্তীর নাম করতেই হয় ৷ মাঙ্গলিক সানাই বাদনে প্রখ্যাত শিল্পী সুমন গোলদার উপস্থিত সকলের নজরকাড়ে ৷

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages