উত্তরবঙ্গে সঞ্জয় দত্তের নেতৃত্বে ফের হাতির দাঁত পাচার রুখল বনদপ্তর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উত্তরবঙ্গে সঞ্জয় দত্তের নেতৃত্বে ফের হাতির দাঁত পাচার রুখল বনদপ্তর

Share This

উত্তরবঙ্গে সঞ্জয় দত্তের নেতৃত্বে ফের হাতির দাঁত পাচার রুখল বনদপ্তর


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 08/02/2022 : ফের একবার বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে হাতির দাঁত চোরাচালান রুখে দিলেন উত্তর বঙ্গের বন কর্মীরা। 

বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত মানেই চোরাকারবারীদের ত্রাস। সঞ্জয়বাবু ইতিমধ্যেই এক হাজারেরও বেশি চোরাকারবারীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছেন। উদ্ধার করেছেন প্রচুর পরিমাণে বাঘের চামড়া, হাতির দাঁত সহ বিভিন্ন পশুর দেহাংশ। উদ্ধার করেছেন চোরাই কাঠও। তাঁর নেতৃত্বে বনদপ্তর চোরাকারবারীদের চোরাচালান বন্ধ করতে অনেকটাই সমর্থ হয়েছে। 

একের পর এক সাফল্যের পর আবার বিশাল সাফল্য পেলেন বেলাকোবার বনকর্মীরা। সঞ্জয় দত্তের নেতৃত্বে মঙ্গলবার সকালে ওদলাবাড়ি এলাকায় দুটি হাতির দাঁত সহ ৩ জন পাচারকারিকে গ্রেপ্তার করে। বনদপ্তর সূত্রের খবর এই হাতির দাঁতের মূল্য ১০ লাখ টাকা। জানা গেছে, চোরাকারবারীরা একটি চার চাকার অল্টো গাড়িতে কুমারগ্রাম থেকে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। 

গোপন সূত্রে খবর পেয়ে সঞ্জয় দত্তের নেতৃত্বে বেলাকোবা বনদপ্তর এর কর্মীরা ওদলাবাড়ি এলাকায় ওঁত পেতে থাকে। এই সময় একটি সাদা রঙের অল্টো গাড়ি দেখতে পেয়ে তাঁদের সন্দেহ হওয়ায় সেই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালান বন কর্মীরা । সেই সময় ওই গাড়ি থেকে বেরিয়ে আসে দুটি হাতির দাঁত।এই ঘটনার সঙ্গে যুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেন  বনকর্মীরা।  দুটি হাতির দাঁতের ওজন ২ কিলো ১০০ গ্রাম হয়। ধৃতরা হলেন জয়নাল হক, মোজাম্মেল হক, এরা শামুকতলার বাসিন্দা এবং এরশাদ মিঞা, সে কুমারগ্রামের বাসিন্দা। এবিষয়ে বৈকন্ঠপুর বন বিভাগের বিএফও হরেকৃষ্ণন জানান গোটা বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages