আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 16/02/2022 : পাঞ্জাবে গিয়ে প্রাক্তন জঙ্গীর বাড়িতে রাত কাটিয়েছেন 'আপ' দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল, এমনটাই বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
একটি মিডিয়া রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে, পাঞ্জাবের মোগায় গিয়ে আম আদমি পার্টির নেতা তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমন একজনের বাড়িতে রাত্রিবাস করেছেন, যিনি একজন প্রাক্তন জঙ্গী হিসেবে খ্যাত।
মিডিয়ার এই রিপোর্টকেই হাতিয়ার করে আম আদমি পার্টির বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী। নির্বাচনের আগে পঞ্জাবের বার্নালায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "যাই ঘটে থাক না কেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, কংগ্রেসের মধ্যে এমন কোনো নেতা বা কর্মীকে পাবেন না, যিনি একজন প্রাক্তন জঙ্গীর বাড়িতে রাত কাটাবেন। কিন্তু 'ঝাড়ু' দলের সবচেয়ে বড় নেতাকে খূঁজে পাওয়া যেতে পারে কোনো প্রাক্তন জঙ্গীর বাড়িতে।"
রাহুল গান্ধী আরও বলেন, "পঞ্জাবে দরকার একটা স্থায়ী সরকার। কংগ্রেসই হল পাঞ্জাবের সেই স্থায়ী সরকার।" উল্লেখ্য, আগামী 20শে ফেব্রুয়ারী পঞ্জাবে বিধানসভা নির্বাচন করা হবে। ভোটের ফল প্রকাশ করা হবে আগামী 10ই মার্চ।