সাতসকালে বাড়িতে ঢুকল চিতাবাঘ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সাতসকালে বাড়িতে ঢুকল চিতাবাঘ

Share This

 

সাতসকালে বাড়িতে ঢুকল চিতাবাঘ রাজ্য

আজ খবর (বাংলা), ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ২৫/০২/২০২২ :  আজ সাতসকালেই একটি চিতাবাঘ ঢুকে পড়ে  ধূপগুড়ির লোকালয়ে। সেই চিতাবাঘকে ঘিরে উত্তেজনা চরমে ওঠে ধূপগুড়ি শহরে।

ধূপগুড়ি শহরের 4 নম্বর ওয়ার্ডের বসাকপাড়া এলাকায় প্রথমে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে চিতাবাঘটি । স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা প্রথমে দেখতে পান তাকে। শহরের মধ্যে চিতাবাঘ ঢুকে পড়ার বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়ে  ধুপগুড়িতে এবং ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপর আচমকাই চিতাবাঘটি গৃহস্থের ঘর ছেড়ে একটি কাঁঠাল গাছের মগডালে আশ্রয় নেয়। ততক্ষনে চিতাবাঘ  দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। বনকর্মীরা বলেন,  "একদম ঘনবসতিপূর্ণ এলাকায় লেপার্ডের প্রবেশ করায় আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। তবে এরপরও কিছু সংখ্যক মানুষ চিতাবাঘ দেখতে ভিড় জমাচ্ছেন,  যেটা কিনা অত্যন্ত বিপদজনক।" ঘটনাস্থল ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী।

বনকর্মীরা প্রথমে জাল পাতেন চিতাবাঘটিকে ধরার জন্যে। পাশেই ছিল একটি পুকুর, সেই পুকুরের ধরেই জাল পাতা হয়েছিল। যদিও শেষমেশ ট্র্যাঙ্কুলাইজ করেই চিতাবাঘটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। চিতাবাঘ ধরা পড়লেই স্বস্তিতে ফিরবেন ধূপগুড়ির স্থানীয় মানুষজন। তবে চিতাবাঘকে এখনো ধরা যায় নি বলেই জানা যাচ্ছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages