আজ খবর (বাংলা), কামারহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 27/02/2022 : পুরভোটকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছিল কামারহাটি অঞ্চল। আজ ভোটের দিনেও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঐ অঞ্চলে।
কামারহাটি পৌরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডের 30 নম্বর বুথে একদল যুবক বুথ দখল করে। ভোটারদের বুথের ঢুকতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার লোকজন। সংবাদমাধ্যম ঘটনাস্থলে গেলে বুক ছেড়ে পালায় যুবকেরা। খবর সংগ্রহ করতে যাওয়ার দরুন সাংবাদিকদের উপর চড়াও হয়। সিপিএম এবং বিজেপির কাছ থেকে অর্থের বিনিময় খবর করা হচ্ছে বলে সাংবাদিকদের গালিগালাজ ও করা হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ।
কামারহাটি পৌরসভার অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডের মধ্যে উত্তেজনা। ভোটারদের ভোট লুট হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার