চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

Share This

চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 15/02/2022 : চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ 90 বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। 

বাংলা সিনেমার স্বর্ণযুগ এবং আধুনিক বাঙলা গানকে দশকের পর দশক সমৃদ্ধ করেছেন সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপধ্যায়।  

1931 সালের 4ঠা অক্টোবর কলকাতায় জন্মেছিলেন সন্ধ্যা। শিল্পী জীবনে অসংখ্য গান গেয়েছেন তিনি। তাঁর কণ্ঠে গান শুনে মোহিত থেকেছে আপামর বাঙালি। বঙ্গ বিভূষন সন্মান পেয়েছিলেন তিনি। কিছুদিন আগেই কেন্দ্র সরকার তাঁকে পদ্মশ্রী সন্মান দেওয়ার প্রস্তাব দিলে শিল্পী সবিনয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন।

বাড়িতে পড়ে গিয়ে তাঁর কোমরের হাড় ভেঙ্গে গিয়েছিল। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে। পাঁচ বিশিষ্ট চিকিৎসকের বোর্ড তৈরি করে দেওয়া হয়েছিল তাঁর চিকিৎসার জন্যে। কিছুদিন ধরেই তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে আজ সকাল থেকে তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল।  রক্তচাপ কমানোর চেষ্টা করছিলেন চিকিৎসকরা। কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages