অশোকনগরে তৃণমূল ছেড়ে কংগ্রেসের প্রার্থী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অশোকনগরে তৃণমূল ছেড়ে কংগ্রেসের প্রার্থী

Share This

অশোকনগরে তৃণমূল ছেড়ে কংগ্রেসের প্রার্থী


আজ খবর (বাংলা), অশোকনগর, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 08/02/2022 :  অনেকে বলেন, রাজনৈতিক ক্ষমতার মোহ, সহজে ত্যাগ করা যায় না। তাই, পুরনির্বাচনে দলীয় টিকিট না মেলায়, পশ্চিমবঙ্গে প্রথম পুর নির্বাচনে জয়ী প্রয়াত নান্টুরঞ্জন রায়ের পরিবারের অনেকে যোগ দিলেন কংগ্রেসে৷ 

পুরসভার ৭নং ওয়ার্ডে এবার তৃণমূলের বিদায়ী কাউন্সিলর নান্টু বাবুর পুত্রবধূ দেবশ্রী রায়ের সঙ্গে তাঁর ননদ কংগ্রেস প্রার্থী মৌসুমী রায়ের লড়াই। এখানে  রায় পরিবারের ছোট পুত্র যুব তৃণমূল নেতার নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দিয়ে, মৌসুমী রায়ের ভোটের টিকিট আদায় করে নিয়েছে। 

আবার, দীর্ঘদিনের পুরপ্রতিনিধি এবং জনপ্রিয় সিদ্ধার্থ সরকারকে তৃণমূল নেতৃত্ব, অসুস্থতাজনিত কারণ দেখিয়ে দলের প্রতীক দেয়নিI সেই ক্ষোভে সিদ্ধার্থ ওরফে চন্ডী সরকার তাঁর পুরনো দল কংগ্রেসে ফিরে গেলেন এবং আজ কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন। এরকম দৃশ্য ১৩নং ওয়ার্ডে৷ এলাকার বিশিষ্ট সমাজকর্মী ও তৃণমূল কর্মী তারক(নোটন) দাস ,দলের টিকিট না পেয়ে তিনশতাধিক যুব-মহিলা সহ কংগ্রেসে যোগ দিয়ে, কংগ্রেসের প্রার্থী হিসাবে ভোটে অবতীর্ণ হয়েছেন৷ 

২২নং ওয়ার্ডের সমাজকর্মী ও তৃণমূল সমর্থক  যুবক মুক্তেশও কংগ্রেসের প্রতীকে পুরভোটে লড়তে চলেছন। এছাড়াও, বেশকিছু ওয়ার্ডে প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ বিদ্যমান। যদিও, তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দিতে. নারাজ।

রিপোর্ট : নীলাদ্রি ভৌমিক

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages