বাংলায় বিজেপিকে মাঠ থেকে বের করে দিয়েছি, ইউপিতেও খেলা হবে : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাংলায় বিজেপিকে মাঠ থেকে বের করে দিয়েছি, ইউপিতেও খেলা হবে : মমতা

Share This

বাংলায় বিজেপিকে মাঠ থেকে বের করে দিয়েছি, ইউপিতেও খেলা হবে : মমতা


আজ খবর (বাংলা), লাখনৌ, উত্তরপ্রদেশ, ০৮/০২/২০২২ :  আজ উত্তরপ্রদেশের লখনৌতে গিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে জোরদার প্রচার চালালেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।  

আজ লখনৌয়ে একটি ভার্চুয়াল জনসভায় মমতা বলেন, "বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টিকেই ভোট দিন।  এই কথা বলতেই আমি লখনৌতে এসেছি। এরপর আগামী ১৫ তারিখে বারাণসীতে যাব।  সেখানেও সমাজবাদী পার্টির হয়ে প্রচার করব।  আর তার সাথে অবশ্যই বিশ্বনাথ দর্শন করব।" আজ ভার্চুয়াল জনসভার শুরুতেই প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে মমতা বলেন, "আপনারা সবাই এককাট্টা হয়ে বিজেপিকে হারান। বাংলার নির্বাচনেও পাশে ছিলেন অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের ইতিহাস অনেক সমৃদ্ধ। আপনারা উত্তরপ্রদেশের যে যেখানেই থাকুন না কেন, বিজেপিকে হারিয়ে দিন।  উত্তরপ্রদেশ থেকে বিজেপির চলে যাওয়া মানে গোটা দেশ থেকেই বিজেপির চলে যাওয়া। দেশকে বিজেপি মুক্ত করুন।"


ভার্চুয়াল জনসভায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়াই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি বলেন, "আপনারা জানেন ভোটের সময় ভোটের কোকিল সেজে বিজেপি আসে।  ওরা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তারপর ওরা বাড়ি চলে যায়।  ওরা ক্ষমতায় থেকে গুলি চালায়। ধ্বংস করে, অত্যাচার করে। হাথরসে কি হয়েছিল ? উন্নাওতে কি হয়েছিল ? গঙ্গা দিয়ে কত লাশ ভেসে যায় বাংলায় ? আগে ক্ষমা চান, তারপর ভোট চান।  করোনার সময় যোগীজী কোথায় ছিলেন ? বাংলায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গিয়েছিলেন ? আপনি তো জলেও আগুন লাগিয়ে দিয়েছেন ! লজ্জা থাকলে আগে ক্ষমা চান, তারপর ভোট চাইতে আসবেন।"

মমতা আজ বলেন, "আমরা পশ্চিমবঙ্গে পড়ুয়াদের সাইকেল দিয়েছি, ট্যাব দিয়েছি। আমরা সে সব ইস্তেহারে প্রকাশ করি না।  কেন্দ্রের থেকে সবচেয়ে বেশি টাকা পায় উত্তরপ্রদেশ। গত ৫ বছরে বিজেপি কি করেছে এই রাজ্যের জন্যে ? এই টাকা জনতার, আপনাদের নয়।  ঐ  সব টাকা কোথায় গেল ? পি এম কেয়ারে দিয়েছেন ? সেই টাকার তো আবার হিসেবে বা অডিটও হবে না।"

আক্রমনের সুরে মমতা বলেন, "আমরা কি করে ভুলে যাব করোনাকালে  কত হাজার পরিযায়ী শ্রমিক প্রাণ দিয়েছে ? কত কৃষকের প্রাণ গিয়েছে আন্দোলনের জন্যে ? এনআরসির নামে কত প্রাণ গিয়েছে ? ঐ সব মৃতদের পরিবারের লোকেদের রেলে চাকরি দাও, আর সেটাই লেখো তোমাদের ইস্তেহারে। তোমরা মুখে বল 'বেটি পড়াও , দেশ বাঁচাও', কিন্তু তোমরা যেটা কর সেটা আসলে হল 'বেটি হঠাও দেশ বাঁচাও'। তোমরা দেশ ভাগ করার কাজ করছ। স্টেশনের নাম বদলে দিচ্ছ। অমর  জ্যোতি নিভিয়ে দিচ্ছ। যা খুশি তাই করছ।  বাবাসাহেব আম্বেদকরের নাম নিয়েও খেলা করছ !"


বিজেপিকে রাজনৈতিক আক্রমনের পারদ চড়িয়ে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি তোমরা মিডিয়াকে কথা বলতে দাও না।  ছাত্রদের কথা বলতে দাও না।  কাউকে কথা বলতে দাও না।  তোমরা বলেছিলে বাংলায় নাকি দুর্গাপূজা করা যায় না, ইউনেস্কো তোমাদের মুখে থাপ্পড় মেরে বাংলার দুর্গাপূজাকে হেরিটেজ ঘোষণা করে দিয়েছে। বিজেপি এভাবেই মিথ্যা কথা বলে. মিথ্যা প্রচার করে।  ওরা মিথ্যার রাজনীতি করে।"

মমতা বলেন, "অখিলেশজি উত্তরপ্রদেশ থেকে জিতলে বাংলা ইউপি মিলেমিশে ইন্ডাস্ট্রি বানাবে। আমরা একসঙ্গে কাজ করব।  আজ বিজেপি গোটা দেশের কাছেই বিপজ্জনক পার্টি হিসেবে পরিণত হয়েছে। আমি উত্তরপ্রদেশের মা বোনেদের বলছি, আপনারা এগিয়ে আসুন। দেশকে বিজেপি মুক্ত করুন। বাংলায় আমরা যে সব প্রকল্প করেছি, ওরা সেগুলোকেই নকল করে।  ঠিক আছে, নকল করো। কিন্তু মার্ডার করো না।  ধ্বংস করো না।  ভোটের সময় কেউ কেউ এখানে সাধু হয়ে যায়।  সাধুদের আমিও শ্রদ্ধা করি, কিন্তু সেইসব সাধুকে, যাঁরা ৩৬৫ দিন মানুষের কল্যাণে কাজ করেন। আপনারা মনে রাখবেন, ভোটের আগে ওরা কেন্দ্রীয় এজেন্সি পাঠায়, অত্যাচার করে।  আপনারা চিন্তা করবেন না।  নতুন সূর্য যদি দেখতে হয়, যদি ৩৬৫ দিন ভাল থাকতে হয়, তাহলে সমাজবাদী পার্টিকেই ভোট দিন।  নতুন সূর্য আনবে অখিলেশ যাদব।আমি বলতে চাই, 'ঘর ঘর মে এক হয় আওয়াজ, অখিলেশ জিন্দাবাদ'।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages