আজ খবর (বাংলা), হুবলী, কর্নাটক, 17/02/2022 : হিজাব বিতর্কে রাশ টানতে এবার হুবলী-ধারওয়ার টুইন সিটির সব স্কুল কলেজের প্রধান দরজা থেকে 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি করে দিল কর্নাটক পুলিশ।
শিক্ষা প্রাঙ্গনে ধর্মীয় বিতর্ক নাড়া দিয়েছে গোটা দেশকেই। স্কুল বা কলেজে ধর্মীয় পোশাক কতটা জরুরী তা নিয়েও প্রশ্ন উঠেছে দেশ জুড়ে। এর মধ্যেই কর্নাটকের আদালত এই বিতর্কে ইতি টেনে জানিয়ে দিয়েছে ধর্মীয় পোশাক নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পোশাক বিধি মেনে চলতে হবে পড়ুয়াদের।
এর মধ্যেই কর্নাটকের হুবলীতে সব স্কুল ও কলেজের গেটের সামনে পুলিশ নোটিশ টাঙিয়ে জানিয়ে দিয়েছে যে স্কুল বা কলেজের মেন গেট থেকে 200 মিটারের মধ্যে কোনোরকম জমায়েত, আন্দোলন, প্রতিবাদ ইত্যাদি করা যাবে না। এই ব্যাপারে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যব্স্থা নেওয়া হবে। ফেব্রুয়ারী মাসের 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। যে কলেজ থেকে এই বিতর্কের সূত্রপাত, সেই পিইউ কলেজের গেটেও এইরকম একটা নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্নাটক পুলিশ।