আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 15/02/2022 : আগামী মাসের 18 তারিখে মুক্তি পেতে চলেছে একশন কমেডি ছবি 'বচ্চন পাণ্ডে'। তবে চলতি মাসের 18 তারিখেই এই ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে।
2014 সালে মুক্তি পাওয়া দক্ষিন ভারতের একটি ছবির রিমেক এই বচ্চন পাণ্ডে হিন্দী ছবিটি। পরিচালনা করেছেন ফারহাদ সামজি, গল্পের কিছুটা অংশ তাঁরই লেখা। গল্পটি পুরোদস্তুর একশনে ভরা হলেও রয়েছে উপভোগ্য কমেডিও।
এই ছবিতে বচ্চন পাণ্ডের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়াও রয়েছেন কৃতি শ্যানন, জ্যাকলিন ফার্নাণ্ডেজ, আর্শাদ ওয়ারসি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিং প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাডিয়াদওয়ালা।
Loading...