আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ২৬/০২/২০২২ : আজ রাত পোহালেই রাজ্যের ১০৭টি পুরসভায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। জলপাইগুড়ি পৌরসভার একশো এগারোটি বুথে আগামীকাল সকাল থেকে ভোটের সরঞ্জাম নিয়ে তৈরি থাকছেন ভোট কর্মীরা।
দীর্ঘ সাত বছর পরে আগামীকাল রোববার ১৮৮৫ সালে স্থাপিত রাজ্যের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী জলপাইগুড়ি পৌরসভা পরিচালনার জন্য সদস্য নির্বাচন হতে চলেছে, ব্রিটিশ আমলে নির্মিত এই লাল বাড়ির দখল কোন রাজনৈতিক দলের হাতে আগামী পাঁচ বছরের জন্য যাবে, তা রোববার ঠিক করবেন এই শহরের গণদেবতারা।
শনিবার শহরের প্রসন্ন দেব মহিলা কলেজে অস্থায়ী নির্বাচন পরিচালনা কেন্দ্র থেকে সকাল সকাল ভোট কর্মীরা যাবতীয় সরঞ্জাম বুঝে নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্যেশ্যে।
করোনা বিধি মেনে ভোটের সামগ্রীর সঙ্গে জীবাণু মুক্ত করার সামগ্রীও হাতে তুলে দেওয়া হচ্ছে ভোট কর্মীদের । পাশাপাশি এই অস্থায়ী নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আঁটোসাঁটো করেছে জেলা নির্বাচন কমিশন। এক ভোট কর্মী জানালেন, সবই সুষ্ঠ ভাবেই চলছে।