আজ খবর (বাংলা), দক্ষিন দমদম, কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/02/2022 : আসন্ন পুরসভার ভোট প্রচারে সরগরম দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল।
মহিলা ঢাকি সহ প্রচারে বেরিয়ে মানুষের মাঝে সাড়া ফেলে দিলেন দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ বণিক। তিনি জানান যে বিরোধীদের মধ্যে এই অঞ্চলে একমাত্র কংগ্রেসের জনসমর্থন রয়েছে এবং প্রচারে বেরিয়ে মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন।
এছাড়াও তিনি জানান যে ইতিমধ্যে শাসকদলের থেকে তাঁর ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। তবে তিনি বলেন যে যদি সুষ্ঠুভাবে ভোট করতে দেওয়া হয়, তবে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হয়ে উঠবে, কারণ তিনি এই অঞ্চলের বাসিন্দা বা বলা যায় ঘরের ছেলে। এছাড়াও তাঁর ভোট প্রচারে নানাভাবে প্রশাসনিক অসহযোগিতার কোথাও তিনি তুলে ধরেন।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে পাথেয় করে এবং নিজের এলাকার উন্নয়ন কে হাতিয়ার করে ভোট প্রচারে এগিয়ে চলেছেন দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি এবং এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কমল মন্ডল। তিনি জানান যে তার নতুন করে মূল্যায়নের কোন দরকার নেই, কারণ এলাকার মানুষের সুদিন দুর্দিনে তিনি সবসময় তাদের পাশে থেকে কাজ করেন। তাই তিনি নিশ্চিত মানুষ তাঁকে পুনরায় নির্বাচিত করে এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
রিপোর্ট : অনির্বান দত্ত