প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে

Share This

প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 20/02/2022 : প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা সাধন পাণ্ডে। 71 বছর বয়সে আজ মুম্বইয়ে তাঁর জীবনাবসান হয়েছে।

বর্ষীয়ান রাজনীতিবীদ সাধন পাণ্ডে ছিলেন একজন কংগ্রেস নেতা। 2011 সাল পর্যন্ত তিনি বড়তলা কেন্দ্র থেকে ভোটে জিতে ষষ্ঠ বারের জন্যে বিধায়ক হয়েছিলেন। 1998 সাল পর্যন্ত কংগ্রেসের হয়ে রাজনীতি করতেন। কিন্তু সেই বছর লোকসভা ভোটে হেরে গিয়ে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তখন থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি তৃণমূলের হয়েই কাজ করেছেন। 

সাধনবাবু রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর সামলেছেন সাফল্যের সাথে। বর্তমানে তিনি মানিকতলা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি চিকিৎসা করানোর জন্যে ভর্তি ছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যূ হয় তাঁর। সাধন পাণ্ডের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages