উত্তরপাড়ায় লড়াই তৃণমূল বনাম বিক্ষুব্ধ তৃণমূলের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উত্তরপাড়ায় লড়াই তৃণমূল বনাম বিক্ষুব্ধ তৃণমূলের

Share This

উত্তরপাড়ায় লড়াই তৃণমূল বনাম বিক্ষুব্ধ তৃণমূলের


আজ খবর (বাংলা), উত্তরপাড়া, হুগলী, পশ্চিমবঙ্গ, 12/02/2022 : উত্তরপাড়ায় তৃনমূল বনাম বিক্ষুব্ধ তৃনমূল লড়াই এবার পুরভোটে। ২৪ টা ওয়ার্ডে ১৩ জন বিক্ষুব্ধ তৃনমূল নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছে।টিকিট না পেয়ে দলের অফিসিয়াল প্রার্থীদের বিরুদ্ধে লড়াই এ নেমেছে তৃনমূলের একাংশ। যার নেতৃত্বে প্রাক্তন চেয়ারম্যান পিনাকী ধামালী।

সেই নির্দল প্রার্থীদের হুমকী দেওয়ার অভিযোগ উঠলো উত্তরপাড়া তৃনমূলের বিরুদ্ধে ৷উত্তরপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী নিতাই দাশগুপ্তর অভিযোগ তৃণমূল কর্মীরা বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে।আমরা ৯৮ সালের তৃণমূল কর্মী ,অনেক লড়াই করেছি৷ আমরা সবাই তৃণমূল ,কেউ মমতা ব্যানার্জীর বিরোধী না।

আমরা উত্তরপাড়ায় দূর্নীতিগ্রস্থ নেতাদের হাত থেকে তৃণমূলকে রক্ষা করার লড়াইয়ে নেমেছি। যাদের তৃনমূল প্রার্থী করেছে তাদের মানুষ ঘৃনা করে ৷ তাদের দেখেও আমার লজ্জা লাগছে,এই দলের জন্য এত লড়াই করেছি।তাই ওরা আমাদের ভয় দেখাচ্ছে। 

অপর দিকে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুভাগত চৌধুরী বলেন, হুমকি দেওয়ার এমন কোন ঘটনা আমার জানা নেই। সবার গনতান্ত্রিক অধিকার আছে নির্বাচনে লড়াই করার। দেওয়াল লিখন কেথাও বা বাড়ি বাড়ি প্রচার দিয়ে শুরু হয়েছে ভোট প্রচার।একদিকে তৃনমূল অন্য দিকে বাম বিজেপি আর বিক্ষুব্ধ তৃনমূল। সময় যত গড়াবে আরো উত্তপ্ত হবে উত্তরপাড়ার রাজনৈতিক পরিস্থতি সেটা বলাই বাহুল্য।

রিপোর্ট : রাকেশ চক্রবর্তী 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages