ভোটের আগেই কামারহাটিতে ধুন্ধুমার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভোটের আগেই কামারহাটিতে ধুন্ধুমার

Share This

ভোটের আগেই কামারহাটিতে ধুন্ধুমার


আজ খবর (বাংলা), কামারহাটি, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 25/02/2022 :  কামারহাটির তৃণমূল কাউন্সিলর রুপালি সরকারের হাতে প্রাণ হারানোর অভিযোগ উঠেছিল যুবক সৌমেন দাসের।  সেই মৃত্যুর ঘা শুকোতে না শুকোতেই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ড এলাকা। 

প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ক্রমশ ক্ষোভে ফুঁসছে অধিকাংশ বাসিন্দারা। ভোটের শেষ আগে শেষ দিনের প্রার্থীদের প্রচারে একেবারে ধুন্ধুমার কান্ড হলো আগরপাড়া ত্রিভাষা হাই স্কুলের সামনে। স্থানীয় এক যুবক রনিতা দাস বয়স 18 এবং বছর তিরিশের যুবক সুমন দেকে রাস্তার মাঝে আচমকাই বেধড়ক মারধর করে তৃণমূলের লোকজন। প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় এমনটাই অভিযোগ স্থানীয়দের। 

বাইরে থেকে লোকজন নিয়ে এসে ভোট প্রচার চালাচ্ছেন কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের আসন্ন পুরভোটের তৃণমূল মনোনীত প্রার্থী নির্মলা রায়। এখানে ভয় দেখিয়ে ভোট করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। 



সৌমেন দাসের মত আর কাউকে বলি হতে দেবেন না, এমনটাই হুঁশিয়ার করে এদিন আগরপাড়া ত্রিভাষা হাই স্কুলের সামনের রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার লোকজন। প্রয়োজনে ভোট বয়কটের ডাকও দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পাশে এসে দাঁড়ায় কামারহাটি পৌরসভার আসন্ন পুরভোটের ২৯ নম্বর ওয়ার্ডের সিপিএম মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। 

এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেলঘড়িয়া থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে সামনে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় বিরাট পুলিশ বাহিনী।

ভোটের দিন যতই এগিয়ে আসছে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ততই ক্ষুব্ধ হয়ে উঠছে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভোটের দিন সম্পূর্ণ হোক ভোট প্রক্রিয়া, এমনটাই আশা করছেন এলাকার লোকজন। পুলিশ প্রশাসন এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্বর উপর আস্থা নেই, পাচ্ছেন না কোনরকম নিরাপত্তা এমনটাই জানালেন ওয়ার্ডের বাসিন্দারা। বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে ওয়ার্ডের বিজেপি কর্মীদেরও।

রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার, কামারহাটি 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages